আ আহিত আহিত [ āhita ] বিণ. ১. ন্যস্ত; ২. স্হাপিত; ৩. প্রতিষ্ঠিত; ৪. অর্পিত। [সং. আ + √ ধা + ত]। আহিতাগ্নি–বি. সাগ্নিক, অগ্নিহোত্রী ব্রাহ্মণ।
আ আহার্য আহার্য [ āhārya ] বিণ. ১. আহারের যোগ্য; ২. আহরণীয়, আহরণ করার যোগ্য; ৩. যত্নসাধ্য। বি. খাদ্যসামগ্রী। [সং. আ + √ হৃ + য]।