আজ্ঞাধীন

আজ্ঞাধীন, আজ্ঞানুবর্তী (-র্তিন্), আজ্ঞাবহ–বিণ. আদেশ পালন করে এমন, বাধ্য।

আজ্ঞাপত্র

আজ্ঞাপত্র, আজ্ঞালিপি–বি. হুকুমনামা, আদেশপত্র, যে কাগজে হুকুম লেখা হয়।

আজ্ঞাবহ

আজ্ঞাবহ–বিণ. আজ্ঞা পালন বা বহন করে এমন।

আজ্ঞাপিত

আজ্ঞাপিত–বিণ. আদেশ দেওয়া হয়েছে এমন, আদিষ্ট।

আজ্য

আজ্য [ ājya ] বি. যজ্ঞের ঘি; হবি। [সং. আ + √ অন্জ্ + য]।