আঞ্জাম

আঞ্জাম [ āñjāma ] বি. ১. বন্দোবস্ত; ২. নির্বাহ, সরবরাহ; ৩. শেষ, সমাপ্তি। [ফা. আন্জাম]।

আঞ্জির

আঞ্জির [ āñjira ] বি. ডুমুরজাতীয় ফলবিশেষ। [ফা. আন্জীর]।

আঞ্জিনেয়

আঞ্জিনেয় [ āñjinēỷa ] বি. পিঠে নীল ডোরা দাগবিশিষ্ট টিকটিকিজাতীয় জীববিশেষ; আজনাই। [সং. অঞ্জনী + এয়]।

আঞ্জুমান

আঞ্জুমান, আঞ্জুমন [ āñju-māna, āñju-mana ] বি. সভা, সমিতি, মজলিশ। [ফা. আন্জুমন্]।

আটক

আটক [ āţaka ] বি. বাঁধা, প্রতিবন্ধক (এতে কোনো আটক নেই)। বিণ. বন্দি; অবরুদ্ধ, কয়েদ (আটক ব্যক্তিদের ছাড়া হবে না)। [দেশি]। আটক পড়া–ক্রি. বি. বন্দি হওয়া, অবরুদ্ধ হয়ে পড়া।

আটই

আটই–বি. মাসের ৮ তারিখ। বিণ. মাসের ৮ তারিখের বা ৮ তারিখসংক্রান্ত।

আটকড়াইয়া

আটকড়াইয়া [ āţakaḍāiỷā ], আটকৌড়ে [ āţakauḍē ]–বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার।

আটানব্বই

আটানব্বই [ āţā-nabbi ] বি. বিণ. ৯৮ সংখ্যা; ৯৮ সংখ্যক। [সং. অষ্টনবতি, অষ্টানবতি-তু. প্রাকৃ. অট্ঠাণউই]।