আ আহ্বায়ক আহ্বায়ক [ āhbāỷaka ] বি. বিণ. আমন্ত্রণকারী; (গৌণার্থে) কোনো সমিতি বা পরিষদের মূল আয়োজক। [সং. আ + √ হ্বে + অক]। স্ত্রী. আহ্বায়িকা।
আ আহ্নিক আহ্নিক [ āhnika ] বি. নিত্য বন্দনা উপাসনা ইত্যাদি, নিত্য সন্ধ্যাদি উপাসনা। বিণ. দৈনিক, প্রাত্যহিক (আহ্নিক গতি)। [সং. অহন্ + ইক]।
আ আহেল আহেল, আহলে, আহেলি [ āhēla, āhalē, āhēli ] বিণ. খাস; খাঁটি, অমিশ্র; নতুন, আনকোরা। [আ. আহল্]। আহেলবিলাত, আহেলবিলাতি–বিণ. সদ্য বিলাত বা বিদেশ থেকে এসেছে এমন।
আ আহেরিয়া আহেরিয়া, আহেড়িয়া [ āhēriỷā, āhēḍiỷā ] বি. রাজপুতানার শিকারোত্সববিশেষ; মৃগয়া। বিণ. মৃগয়াকারী। [প্রাকৃ. আহেড় (< সং. আখেট) + ইয়া]।