ভেড়া

ভেড়া1, ভিড়া [ bhēḍ়ā1, bhiḍ়ā ] ক্রি.
1 লগ্ন হওয়া (‘কূলে এসে ভিড়ে’: রবীন্দ্র);
2 তীরের কাছে আসা (নৌকাটা ভিড়াও);
3 মিলিত হওয়া, মেশা (দলে ভেড়া)।
☐ বি. উক্ত সব অর্থে (দলে ভেড়া ভালো নয়)।

☐ বিণ. উক্ত সব অর্থে (দলে-ভেড়া ছেলে, কূলে-ভেড়া নৌকো)।

[হি. √ ভিড়্ + বাং. আ]।

ভেড়ানো ক্রি. বি. সংলগ্ন করা; তীরের কাছে আনা (নৌকো ভিড়ানো); মিলিত করা (দলে ভিড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ভেড়া2 [ bhēḍ়ā2 ] বি. তৃণভোজী রোমন্হনকারী ও গায়ে পুরু কোঁচকানো লোমযুক্ত স্তন্যপায়ী প্রাণীবিশেষ, মেষ।

[সং. ভেড়, ভেড়ক]।

ভেড়াকান্ত বি.
1 আস্ত বোকা, বোকার সেরা;
2 অতি নিরীহ ও অতিবোকা লোক।

ভেড়ি বি. (স্ত্রী.)-ভেড়া।

ভেড়ুয়া, ভেড়ো বিণ. বি.
1 ভেড়ার তুল্য কাপুরুষ;
2 স্ত্রৈণ।

ভেড়ে বি. বিণ. অপদার্থ বা বোকা লোক; কাপুরুষ; স্ত্রৈণ।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।