বিংশ

বিংশ [ biṃśa ] বিণ. কুড়ি সংখ্যার পূরক।

[সং. বিংশতি + অ]।

বিংশতি বি. বিণ. কুড়ি সংখ্যা বা তার পূরক।

বিংশতিতম বিণ. কুড়ি সংখ্যার পূরক।

স্ত্রী. বিংশতিতমী।

বিংশ শতক, বিংশ শতাব্দ বি. 19০1 থেকে 2০০০ সাল পর্যন্ত (অন্য মত অনুসারে 21০০ পর্যন্ত) এক শত বত্সরকাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।