বাসী

বাসী [ bāsī ] বিণ.
1 পর্যুষিত, টাটকা নয় এমন (বাসি ফুল, বাসি খাবার);
2 পূর্বদিনে বা পূর্বরাত্রে ব্যবহৃত (বাসি কাপড়);
3 অভুক্ত (বাসি মুখ);
4 মুখ ধোয়া হয়নি এমন (বাসি মুখ ধোয়া);
5 অতি পুরোনো, নতুনত্বহীন (বাসি খবর)।

[সং. বাসিত]।

বাসি কাপড় — পূর্বরাত্রে, বিশেষত শয়নকালে, ব্যবহৃত কাপড়।

বাসি ঘর — এখনও ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা হয়নি এমন ঘর।

বাসি জল — পূর্বদিন থেকে জমিয়ে রাখা জল, আগের দিনের জল।

বাসি দুধ — আগের দিনের দুধ।

বাসি ফুল — আগের দিন তোলা ফুল।

বাসি বিয়ে  (হিন্দুদের) বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠান।

বাসি ভাত  আগের দিন রাঁধা ভাত; পানতা ভাত।

বাসি মড়া — যে মড়া গতরাত্রের মধ্যে পোড়ানো হয়নি।

বাসি মুখ — 1 সকালে ঘুমের পর যে-মুখ ধোয়া হয়নি; 2 অভুক্ত অবস্থা।

-বাসী [ -bāsī ] (-সিন্) বিণ. (সমাসের উত্তরপদে) যে বসবাস করে, বাসকারী (দেশবাসী)।

[সং. √ বস্ + ইন্]।

স্ত্রী. -বাসিনী

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post