ধ্বনি

ধ্বনি [ dhbani ] বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ।

[সং. √ ধ্বন্ + ই]।

ধ্বনিকাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়।

ধ্বনিত বিণ. শব্দিত, নিনাদিত।

ধ্বনিতত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology.

ধ্বনিপরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন।

ধ্বনিবিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ,phonetics.

ধ্বনিভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice.

ধ্বনিমাধুর্য বি. শ্রুতিমধুরতা।

ধ্বনিরেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন (‘ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে’: রবীন্দ্র)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।