ডুব

ডুব [ ḍuba ] বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)।

[হি. √ ডুব < প্রাকৃ. √ বুড্ড]।

ডুবজল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল।

ডুবস্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)।

ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা।

ডুবরি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে।

ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে।

ডুবসাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার।

ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা।

ডুবা ক্রি.
১. জলে নিমগ্ন হওয়া;
২. প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে);
৩. সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে);
৪. অস্ত যাওয়া (চাঁদ ডুবল);
৫. নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে);
৬. সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ডুবানো, ডোবানো ক্রি.
১. নিমজ্জিত করা;
২. প্লাবিত করা;
৩. সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল);
৪. নষ্ট করা;
৫. বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ডুবারি, ডুবারু — ডুবরি ও ডুবুরি -র রূপভেদ।

ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)।

ডুবুডুবু বিণ.
১. প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু);
২. প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু);
৩. নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু);
৪. বিভোর। ডুবুরি ডুবরি -র চলিত রূপ।

ডুবো বিণ.
১. জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়);
২. জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)।

ডুবোজাহাজ বি. সাবমেরিন।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।