ডকে ওঠা

ডকে ওঠা [ ḍakē ōṭhā ] ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)। [দেশি]।

ডক

ডক [ ḍaka ] বি. সমুদ্র বা নদীর তীরবর্তী কৃত্রিম জলাশয় যেখানে জাহাজ মেরামত বা মাল উঠানো-নামানো হয়; পোতাশ্রয়। [ইং. dock]।

ড [ ḍ ] বাংলা বর্ণমালার ত্রয়োদশ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ড্-ধ্বনির দ্যোতক। n. the thirteenth consonant of the Bengali alphabet.

ডগডগে

ডগ-ডগে বিণ. টকটকে, ঘোর, অতিশয় উজ্জ্বল (ডগডগে লাল)।

ডগডগ

ডগ-ডগ [ ḍaga-ḍaga ] বি. উজ্জ্বলতার ভাব (লাল ডগডগ করছে)। [ধ্বন্যা.]। ডগ-ডগে বিণ. টকটকে, ঘোর, অতিশয় উজ্জ্বল (ডগডগে লাল)।

ডক্টর

ডক্টর [ ḍakṭara ] বি. কোনো শাস্ত্রে বা বিষয়ে জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ের দেওয়া উপাধি, doctorate. [ইং. doctor]।

ডঙ্কা

ডঙ্কা [ ḍaṅkā ] বি. জয়ঢাক, ঢেঁটরা। [সং. ডম্ + √ কৈ + অ + আ]। ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. ১. ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; ২. (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা।

ডঙ্কা মারা

ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. ১. ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; ২. (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা।

ডঙ্কা দেওয়া

ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. ১. ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; ২. (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা।

ডগা

ডগা [ ḍagā ] বি. ১. আগা, অগ্রভাব (আঙুলের ডগা, ডাঁটা বা শাকের ডগা); ২. চূড়া (গাছের ডগা)। [তু. সং. অগ্র]।