ডর

ডর [ ḍara ] বি. ভয়, শঙ্কা।

[হি. ডর-তু. সং. দর]।

ডরা ক্রি. (কাব্যে ও কথ্য) ভয় করা, ভয় পাওয়া।

ডরানো ক্রি. ভয় করা, ভয় পাওয়া, ডরা (কাউকে সে ডরায় না)।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।