গোল্লা

গোল্লা [ gōllā ] বি.
১. গোলাকার মিষ্টান্নবিশেষ (রসগোল্লা);
২. শূন্য (পরীক্ষায় গোল্লা পাওয়া) ;
৩. নরক, অধঃপাত (গোল্লায় যাওয়া)।

[সং. গোল বাং. লা]।

গোল্লায় যাওয়া ক্রি. উচ্ছন্নে যাওয়া (ছেলেটা একেবারে গোল্লায় গেছে)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।