ক্ষ

ক্ষত

ক্ষত [ kṣata ] বি.
১. ঘা (পুরোনো ক্ষত);
২. চোট;
৩. শরীরের আঘাতপ্রাপ্ত স্হান;
৪. ব্রণ।

☐ বিণ.
১. আঘাতপ্রাপ্ত;
২. ছিন্ন।

[সং. √ ক্ষণ্ (=হিংসা) + ত়]।

ক্ষতচিহ্ন–বি. ঘা বা আঘাত সেরে যাবার পর যে দাগ থাকে।

ক্ষতবিক্ষত–বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন।

ক্ষতস্হান–বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)।

ক্ষতশৌচ–বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।