অষ্টনায়িকা

অষ্টনায়িকা–বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী।

অষ্টনাগ

অষ্টনাগ–বিশেষ্য। অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ–এই আট সর্প।

অষ্টনবতিতম

অষ্টনবতিতম–বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক।

অষ্টধাতু

অষ্টধাতু–বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু।

অষ্টধা

অষ্টধা–অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে।

অষ্টদিকপাল

অষ্টদিকপাল, অষ্টদিক্পাল–বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা।