অশুভকাল

অশুভকাল–বি. যে কাল বা সময় শুভ নয় বা প্রশস্ত নয়। সবকিছুই জেনেছেন এমন; সমস্ত জ্ঞান অর্জন করেছেন এমন।

অলঘু

অলঘু [ alaghu ] বিণ. ১. লঘু নয় এমন; হালকা নয় এমন; ভারী; ২. গুরুত্ব আছে এমন। [সং. ন + লঘু]।

অলগ্ন

অলগ্ন [ alagna ] বিণ. লগ্ন নয় অর্থাত্ লেগে নেই এমন; ফাঁক-ফাঁক, ছাড়া-ছাড়া; আলগা। [সং. ন + লগ্ন]।

অশুভ

অশুভ [ aśubha ] বি. অমঙ্গল, অকল্যাণ, পাপ। বিণ. অমঙ্গলজনক (অশুভ ইঙ্গিত)। [সং. ন + শুভ]। অশুভকর, অশুভংকর–বিণ. অমঙ্গলজনক।  অশুভকামনা–বি. (অন্যের)  অমঙ্গল কামনা করা। অশুভকাল–বি. যে কাল বা সময় শুভ নয় বা প্রশস্ত নয়। সবকিছুই জেনেছেন এমন; সমস্ত জ্ঞান অর্জন করেছেন এমন। অশুভবিধ–নানারকম; সমস্তরকম।

অলখিতে

অলখিতে [ alakhitē ] ক্রি-বিণ. অলক্ষিতে -র কোমল রূপ; অজ্ঞাতসারে (‘অলখিতে চিত হরিয়া লইল’: গো. দা)।

অশুদ্ধিপত্র

অশুদ্ধিপত্র–বি. অশুদ্ধ শব্দ ইত্যাদির (সংশোধনসহ) তালিকাপত্র।