অশোক
অশোক [ aśōka ] বিণ. শোকহীন। বি. ১. গাঢ লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; ২. মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। অশোককানন, অশোকবন–বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। অশোকলিপি–বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। অশোকষষ্ঠী–বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। অশোকস্তম্ভ–বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী–বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী।