অশোচনীয়

অশোচনীয়, অশোচ্য [ aśōcanīỷa, aśōcya ] বিণ. শোক করা উচিত নয় এমন, শোকের বা দুঃখের অযোগ্য, যার জন্য শোক করা উচিত নয়। [সং. ন + শোচনীয়, শোচ্য]।

অলপ্পেয়ে

অলপ্পেয়ে [ alappēỷē ] বিণ. (গালি হিসাবে ব্যবহৃত) আয়ু অল্প হবে এমন। [সং. অল্পায়ুঃ]।

অলজ্জিত

অলজ্জিত–বিণ. লজ্জা পায়নি এমন; অকুণ্ঠিত, সপ্রতিভ।

অলজ্জ

অলজ্জ [ alajja ] বিণ. লজ্জা নেই এমন, লজ্জাহীন (অলজ্জ আচরণ)। [সং. ন + লজ্জা]। অলজ্জিত–বিণ. লজ্জা পায়নি এমন; অকুণ্ঠিত, সপ্রতিভ।

অশোকস্তম্ভ

অশোকস্তম্ভ–বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]।

অলঙ্ঘিত

অলঙ্ঘিত–বিণ. লঙ্ঘিত হয়নি এমন, লঙ্ঘন করা হয়নি এমন।