অশোভিত

অশোভিত–বিণ. অসজ্জিত, সাজানো নয় এমন।

অলম্বুষ

অলম্বুষ [ alambuşa ] বি. ১. কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোত্কোচের হাতে নিহত রাক্ষসবিশেষ; ২. (আল.) আকৃতিতে মোটাসোটা থপথপে এবং অলস প্রকৃতির লোক (তোমার মতো অলম্বুষকে দিয়ে  আমার কী কাজ হবে)। [সং. অলম্ + √ বুস্ + অ]।

অশোভনতা

অশোভনতা–বি. বেমানান ব্যাপার, আচরণ ইত্যাদি।

অলভ্য

অলভ্য [ alabhya ] বিণ. লাভ করা বা পাওয়া যায় না এমন, অপ্রাপ্য। [সং. ন + লভ্য]।

অশোভনা

অশোভনা–অশোভন-এর স্ত্রীলিঙ্গ।

অলব্ধপ্রবেশ

অলব্ধপ্রবেশ–বিণ. প্রবেশের অধিকার পায়নি এমন; প্রবেশ করেনি এমন (কিছু অলব্ধপ্রবেশ শব্দকে অভিধানে স্হান দিতে হবে)।

অশোভন

অশোভন [ aśōbhana ] বিণ. শোভা পায় না এমন; মানায় না এমন, বেমানান (অশোভন আচরণ); সুদৃশ্য বা সুসজ্জিত নয় এমন। [সং. ন + শোভন]। স্ত্রী. অশোভনা। অশোভনতা–বি. বেমানান ব্যাপার, আচরণ ইত্যাদি। অশোভিত–বিণ. অসজ্জিত, সাজানো নয় এমন।

অলব্ধ

অলব্ধ [ alabdha ] বিণ. যা লাভ করা হয়নি বা পাওয়া যায়নি, অপ্রাপ্ত। [সং. ন + লব্ধ]। অলব্ধপ্রবেশ–বিণ. প্রবেশের অধিকার পায়নি এমন; প্রবেশ করেনি এমন (কিছু অলব্ধপ্রবেশ শব্দকে অভিধানে স্হান দিতে হবে)।

অশোধিত

অশোধিত [ aśōdhita ] বিণ. ১. শোধিত বা সংশোধিত হয়নি এমন, অমার্জিত (অশোধিত তেল); পরিমার্জনা হয়নি এমন; ২. পরিশোধ বা শোধ করা হয়নি এমন (অশোধিত ঋণ)। [সং. ন + শোধিত]।

অলবড্ডে

অলবড্ডে, অলবড্যে [ alabaḍḍē, alabaḍyē ] বিণ. ১. অগোছালো, শৃঙ্খলাহীন; ২. নিটপিটে; ৩. বুদ্ধিহীন, হাবাগোবা। [দেশি]।