অ অলাত অলাত [ alāta ] বি. ১. জ্বলন্ত কয়লা, জ্বলন্ত অঙ্গার; ২. আধাপোড়া কাঠ। [সং. ন + √ লা + ত]। অলাতচক্র–বি. জ্বলন্ত অঙ্গার বা জ্বলন্ত কাঠ বেগে ঘোরালে যে চক্রকার আগুনের রেখা দেখা যায়; চক্রের মতো আগুনের রেখা। অলাতশিলা–বি. পাথুরে কয়লা।
অ অলস অলস [ alasa ] বিণ. ১. আলসে, কুঁড়ে, পরিশ্রমে কাতর; ২. উত্সাহ বা উদ্যম নেই এমন; ৩. মন্হর, ধীর (অলস গতি)। [সং. ন + √ লস্ + অ]। অলসতা–বি. আলসেমি, কুঁড়েমি; শ্রমবিমুখতা; উদ্যমের অভাব।
অ অশৌচ অশৌচ [ aśauca ] বি. অপবিত্রতা; অশুদ্ধি; আত্মীয়ের জন্ম বা মৃত্যুর জন্য দেহের অশুদ্ধিরূপ সংস্কার। [সং. ন + শৌচ]। অশৌচান্ত–বি. অশৌচ অবস্হার বা অশৌচকালের শেষ।