অশ্ব

অশ্ব [ aśba ] বি. ঘোড়া। [সং. অশ্ + ব]। স্ত্রী. অশ্বা, অশ্বী। অশ্বকোবিদ–বিণ. ঘোড়া সম্বন্ধে জ্ঞানসম্পন্ন। অশ্বখুর–বি. ১. ঘোড়ার খুর; ২. গন্ধদ্রব্যবিশেষ। অশ্বগন্ধা–বি. ছোট গাছবিশেষ। অশ্বডিম্ব–বি. ঘোড়ার ডিম; কাল্পনিক বা অস্তিত্বহীন বস্তু। অশ্বতর–বি. ঘোড়া ও গাধার মিলনজাত প্রাণী, খচ্চর। স্ত্রী. অশ্বতরী। অশ্বপাল [ aśbapāla ], অশ্বরক্ষক–বি. ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে যে;  সহিস। অশ্ববৈদ্য–বি. ঘোড়ার চিকিত্সক। অশ্বমুখী [ aśbamukhī ] বি. কিন্নরী। অশ্বমেধ [ aśbamēdha ] বি. ঘোড়া বলি দিয়ে সম্পন্ন হত এমন যজ্ঞবিশেষ। অশ্বযান [ aśbayāna ] বি. ঘোড়ায়-টানা যাত্রিবাহী গাড়ী, ঘোড়ার গাড়ী। অশ্বশালা–বি. ঘোড়ার থাকার জায়গা, আস্তাবল। অশ্বসাদী (-দিন্), অশ্বারোহী (-হিন্) বি. ঘোড়সওয়ার।

অলীক

অলীক [ alīka ] বি. অসত্য, মিথ্যা। বিণ. ১. অমূলক; ভিত্তিহীন; অপ্রামাণিক; ২. অসার; বৃথা (অলীক স্বপ্ন)। [সং. √ অল্ + ঈক]।

অশ্বসাদী

অশ্বসাদী (-দিন্), অশ্বারোহী (-হিন্)–বি. ঘোড়সওয়ার।

অলী

অলী [ alī ] (-লিন্) বি. ১. ভ্রমর; ২. বৃশ্চিক। [সং. √ অল্ + ইন]।

অশ্বশালা

অশ্বশালা–বি. ঘোড়ার থাকার জায়গা, আস্তাবল।

অলিন্দ

অলিন্দ [ alinda ] বি. পাকা বাড়ির বারান্দা; চাতাল। [সং. √ অল্ + ইন্দ]।

অলিঞ্জর

অলিঞ্জর [ aliñjara ] বি. মাটির তৈরি বড় পাত্র; জালা। [সং. অলি + জর (ম্ আগম)]।

অশ্বযান

অশ্বযান–বি. ঘোড়ায়-টানা যাত্রিবাহী গাড়ী, ঘোড়ার গাড়ী।