অশ্বারোহণ

অশ্বারোহণ [ aśbārōhaņa ] বি. ঘোড়ায় চড়া। [সং. অশ্ব + আরোহণ]। অশ্বারোহী (-হিন্)–বি. ঘোড়সওয়ার (ছুটে এল অশ্বারোহীর দল)। ঘোড়ায় চড়ে আছে এমন (অশ্বারোহী  সৈন্য)।

অলোকদৃষ্টি

অলোকদৃষ্টি [ alōka-dŗşţi ] বি. অতীন্দ্রিয় বা অলৌকিক বস্তু বা ব্যাপার দেখবার শক্তি, clairvoyance. [সং. ন + লোক + দৃষ্টি]।

অলোক

অলোক [ alōka ] বিণ. ১. লোকজন নেই এমন, নির্জন; ২. অদৃশ্য; ৩. অসাধারণ। [সং. ন + লোক]।

অশ্বারূঢ

অশ্বারূঢ [ aśbārūḍh ] বিণ. ঘোড়ায় চড়ে আছে এমন। [সং. অশ্ব + আরূঢ]।

অশ্বশক্তি

অশ্বশক্তি [ aśba-śakti ] বি. বিদ্যুত্ বা বাষ্পের সাহায্যে চালিত যন্ত্রের শক্তিনির্ণয়ের মাপকাঠি; এক অশ্বের শক্তির স্বীকৃত পরিমাণ (অর্থাত্ ১ মিনিটে প্রায় ৪০ মন ওজন ১ ফুট উঁচু করার জন্য প্রয়োজনীয় শক্তি), horsepower. [সং. অশ্ব + শক্তি]।

অলুব্ধ

অলুব্ধ [ alubdha ] বিণ. লোভী নয় এমন, লোভহীন। [সং. ন + লুব্ধ]।

অশ্বত্থামা

অশ্বত্থামা [ aśba-tthāmā ] বি. (মহা.) কুরুপক্ষের যোদ্ধা; দ্রোণাচার্যের পুত্র (জন্মমুহূর্তে অশ্বের মতো ডেকে উঠেছিলেন বলে তাঁর এই নাম)। [সং. অশ্ব + স্হা + মন্]।  অশ্বত্থামা হত ইতি গজঃ–সত্যের আবরণে মিথ্যা (মহাভারতে যুধিষ্ঠিরের একবারমাত্র মিথ্যাভাষণের উল্লেখ আছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি প্রকাশ্যে বলেন যে অশ্বত্থামা হত হয়েছেন, অবশ্য নিম্নস্বরে তিনি একথাও বলেন যে এই অশ্বত্থামা একটি হাতির নাম। কিন্তু দ্রোণাচার্য ধরে নিলেন যে তাঁর পুত্র অশ্বত্থামার কথাই বলা হয়েছে)।

অলুক

অলুক, (বর্জি) অলুক্ (লুচ্) [ aluka, (barji) aluk (luc) ] বিণ. লোপহীন, লোপ পায় না এমন। বি. লোপের অভাব, লোপহীনতা। [সং. ন + লুচ্]। অলুক সমাস–বি. (ব্যাক.) সে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, যেমন যুধি (যুদ্ধ, সপ্তমী বিভক্তি) + স্হির = যুধিষ্ঠির, গায়েহলুদ।

অশ্বত্থ

অশ্বত্থ [ aśbattha ] বি. বড় গাছবিশেষ, পিপুল। [সং. ন + শ্ব + √ স্হা + অ]।