অলোভ

অলোভ [ alōbha ] বি. লোভের অভাব, লোভহীনতা। বিণ. নির্লোভ, লোভ নেই এমন। [সং. ন + লোভ]।

অলোকসুন্দর

অলোকসুন্দর [ alōka-sundara ] বিণ. মনুষ্যলোকে দুর্লভ এমন সুন্দর, অসামান্য সুন্দর। [সং. ন + লোক + সুন্দর]। স্ত্রী. অলোকসুন্দরী।

অশ্বিনীকুমার

অশ্বিনীকুমার, অশ্বিনীসুত–বি. দেবলোকের চিকিত্সক যমজ ভ্রাতৃদ্বয়।

অশ্বিনী

অশ্বিনী [ aśbinī ] বি. ১. (স্ত্রী.) অশ্বরূপিনী সূর্যপত্নী; ২. দক্ষের কন্যা; ৩. নক্ষত্রবিশেষ; ৪. (অশু.) ঘোটকী। [সং. অশ্ব + ইন্ + (অস্ত্যর্থে) ঈ]। অশ্বিনীকুমার, অশ্বিনীসুত–বি. দেবলোকের চিকিত্সক যমজ ভ্রাতৃদ্বয়।

অলোকসাধারণ

অলোকসাধারণ, অলোকসামান্য [ alōka-sādhāraņa, alōka-sāmānya ] বিণ. মনুষ্যলোকে সচরাচর ঘটে না এমন, অসাধারণ; অলৌকিক। [সং. ন + লোক + সাধারণ, সামান্য]।

অশ্বারোহী

অশ্বারোহী (-হিন্)–বি. ঘোড়সওয়ার (ছুটে এল অশ্বারোহীর দল)। ঘোড়ায় চড়ে আছে এমন (অশ্বারোহী  সৈন্য)।