অ অশক্ত অশক্ত [ aśakta ] বিণ. অক্ষম; শক্তি নেই এমন; পারে না এমন, অপারগ (ভার গ্রহণে অশক্ত); দুর্বল। [সং. ন + শক্ত] অশক্তি–বি. শক্তি বা ক্ষমতার অভাব।
অ অলৌকিক অলৌকিক [ alaukika ] বিণ. মনুষ্যলোকে অসম্ভব, মানুষের পক্ষে অসম্ভব; পৃথিবীতে ঘটে না এমন; লোকাতীত (অলৌকিক সৌন্দর্য, অলৌকিক শক্তি)। [সং. ন + লৌকিক]। বি. অলৌকিকতা।
অ অলোল অলোল [ alōla ] বিণ. ঢিলে নয় এমন, আঁটসাঁট; টানটান। [সং. ন + লোল]। অলোলিত–বিণ. শিথিল বা ঢিলে নয় এমন; টানটান।