অশঙ্কিত

অশঙ্কিত–বিণ. ভয় পায়নি এমন, শঙ্কিত নয় এমন।

অশ্রদ্ধা

অশ্রদ্ধা [ aśraddhā ] বি. ১. অভক্তি (অশ্রদ্ধার দান); ২. অনুরাগ, প্রীতি বা প্রেমের অভাব; ৩. অরুচি, ঘৃণা (আহারে অশ্রদ্ধা); অবজ্ঞা; অপ্রবৃত্তি; ৪. অবিশ্বাস। [সং. ন + শ্রদ্ধা]।  অশ্রদ্ধ–বিণ. শ্রদ্ধাহীন; আস্হাহীন। অশ্রদ্ধেয়–বিণ. ১. শ্রদ্ধার অযোগ্য; ২. অবিশ্বাস্য (একথা সম্পূর্ণ অশ্রদ্ধেয়)।

অশঙ্কনীয়

অশঙ্কনীয়–বিণ. শঙ্কা বা ভয়ের অযোগ্য; ভয় পাওয়ার মতো নয় এমন।

অশ্ম

অশ্ম–বি. ১. শিলা, প্রস্তর, পাথর; ২. শিলাজতু, bitumen; ৩. পর্বত। [সং. √ অশ্ + মন্]। অশ্মক–বি. ১. দক্ষিণ ভারতের প্রাচীন জাতিবিশেষ;  ২. দক্ষিণ ভারতের প্রাচীন দেশ। অশ্মজ–বিণ. পাহাড়ে জাত বা উত্পন্ন। বি. লোহা। অশ্মমন্ডল–বি. পৃথিবীর প্রস্তরময় স্তর, lithosphere (বি. প.)। অশ্মর–বিণ. প্রস্তরময়, পাথুরে। অশ্মরী–বি. পাথুরিরোগ। অশ্বীভবন–বি. পাথরে পরিণত হওয়া। অশ্বীভূত–বিণ. পাথরে পরিণত, শিলীভূত, fossilized.

অশঙ্ক

অশঙ্ক [ aśańka ] বিণ. শঙ্কা নেই এমন, ভয়হীন; উদ্বেগ নেই এমন। [সং. ন + শঙ্কা]। অশঙ্কনীয়–বিণ. শঙ্কা বা ভয়ের অযোগ্য; ভয় পাওয়ার মতো নয় এমন। অশঙ্কিত–বিণ. ভয় পায়নি এমন, শঙ্কিত নয় এমন।

অশক্য

অশক্য [ aśakya ] বিণ. অসাধ্য; শক্তি বা ক্ষমতার অতীত। [সং. ন + শক্য]।

অশ্বীভূত

অশ্বীভূত–বিণ. পাথরে পরিণত, শিলীভূত, fossilized.

অশক্তি

অশক্তি–বি. শক্তি বা ক্ষমতার অভাব। বিণ. অশক্ত।