অ অশ্রান্ত অশ্রান্ত [ aśrānta ] বিণ. শ্রান্তি নেই এমন; শ্রান্তিহীন; অক্লান্ত; বিরামহীন (অশ্রান্ত অধ্যবসায়)। ক্রি-বিণ. অবিরত, বিরামহীনভাবে (পাহাড়ি নদী অশ্রান্ত বয়ে চলেছে)। [সং. ন + শ্রান্ত]। অশ্রান্তি–বি. শ্রান্তির অভাব; শ্রান্তিহীনতা বিরামহীনতা।
অ অশনি অশনি [ aśani ] বি. বজ্র, বাজ (অশনিসংকেত)। [সং. √ অশ্ + অনি]। অশনিপাত, অশনিসম্পাত–বি. বজ্রপাত, বাজ পড়া।
অ অশ্রবণ অশ্রবণ [ aśrabaņa ] বি. কানে না শোনা, বধিরতা। বিণ. কর্ণহীন; শ্রবণশক্তিহীন। [সং. ন + শ্রবণ]। অশ্রবণীয়–বিণ. শোনা উচিত নয় এমন, অশ্রোতব্য; অশ্লীল (অশ্রবণীয় ভাষা)।
অ অশন অশন [ aśana ] বি. ১. ভোজন, খাওয়া, আহার; ২. খাদ্যদ্রব্য। [সং. √ অশ্ + অন]। অশনবসন–বি. অন্নবস্ত্র, খাওয়া-পরা।