অষ্টাবক্র

অষ্টাবক্র [ aşţābakra ] বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)।

অষ্টাপদ

অষ্টাপদ–বি. স্বর্ণ, সোনা (‘কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ’: ভা. চ)।

অষ্টাদশী

অষ্টাদশী [ aşţādaśī ] বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)।

অষ্টাদশ

অষ্টাদশ [ aşţādaśa ] বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক।

অষ্টাত্রিংশ

অষ্টাত্রিংশ [ aşţātriṃśa ], অষ্টাত্রিংশত্তম[ aşţātriṃśattama ] বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক।

অষ্টাঙ্গ

অষ্টাঙ্গ [ aşţāńga ] বি. ১. দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; ২. যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)।

অষ্টাংশিত

অষ্টাংশিত [ aşţāṃśita ] বিণ. ১. আট ভাগে বিভক্ত; ২. (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo.

অষ্টসিদ্ধি

অষ্টসিদ্ধি–বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য।