অসফল

অসফল [ asaphala ] বিণ. সফল বা সার্থক নয় এমন; ব্যর্থ (অসফল প্রয়াস)। [সং. ন + সফল]।

অসপিণ্ড

অসপিণ্ড [ asapiņḍa ] বিণ. রক্তের সম্পর্ক নেই এমন, রক্তসম্পর্কহীন; (সাত পুরুষের অন্তর্গত) জাতি ভিন্ন অন্য। [সং. ন + সপিণ্ড]।

অসপত্ন

অসপত্ন [ asapatna ] বিণ. শত্রুহীন, প্রতিদ্বন্দ্বীহীন, নিষ্কন্টক (অসপত্ন সিংহাসন)। [সং. ন + সপত্ন]।

অসন্দিগ্ধ

অসন্দিগ্ধ [ asandigdha ] বিণ. সন্দেহ করে না এমন, সন্দেহহীন; বিশ্বাসী, সংশয়াতীত; নিশ্চিত। [সং. ন + সন্দিগ্ধ]। অসন্দিগ্ধচিত্ত–বিণ. মনে কোনো সন্দেহ নেই এমন।

অশ্রুপাত

অশ্রুপাত, অশ্রুবর্ষণ, অশ্রুমোচন–বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা।