অসম

অসম [ asama ] বিণ. ১. সমান নয় এমন, অসমান; সাদৃশ্যহীন, অসদৃশ; অন্যরকম; ২. অসমতল; উঁচু-নিচু। [সং. ন + সম]। বি. অসমতা। অসমদর্শী (-র্শিন্)–বিণ. পক্ষপাত করে এমন, সকলকে সমান দেখে না এমন; একচোখো। বি. অসমদর্শিতা। অসমসাহস–বি. দুর্জয় সাহস; নির্ভিয়তা, ভয়ের সম্পূর্ণ অভাব। অসমসাহসিক, অসমসাহসী (-সিন্)–বিণ. দুঃসাহসী, নির্ভীক, দুর্জয় সাহস আছে এমন।

অসমকালীন

অসমকালীন [ asama-kālīna ] বি. একই সময়ের নয় এমন, সমকালীন নয় এমন। [সং. ন + সমকালীন]।

অশ্লীলতা

অশ্লীলতা–বি. কুত্সিত, অসুন্দর বা কুরুচিপূর্ণ আচরণ; অশিষ্টতা। বিণ. অশ্লীল।

অশ্লীল

অশ্লীল [ aślīla ] বিণ. ১. কুত্সিত; সুন্দর নয় এমন; জঘন্য; ২. কুরুচিপূর্ণ; ৩. অশিষ্ট, ভদ্রসমাজে চলে না এমন। [সং. ন + শ্লীল]। অশ্লীলতা–বি. কুত্সিত, অসুন্দর বা কুরুচিপূর্ণ আচরণ; অশিষ্টতা।

অসমকক্ষ

অসমকক্ষ [ asama-kakşa ] বিণ. সমকক্ষ বা তুল্য প্রতিদ্বন্দ্বী নয় এমন। [সং. ন + সমকক্ষ]। বি. অসমকক্ষতা।

অশ্লাঘনীয়

অশ্লাঘনীয়, অশ্লাঘ্য–বিণ. নিন্দার যোগ্য, নিন্দনীয়; অপ্রশংসনীয়।