অসংকোচে

অসংকোচে–ক্রি-বিণ. বিনা দ্বিধায়, অকুন্ঠভাবে (অসংকোচে স্বীকার করল)।

অসংকোচ

অসংকোচ, অসঙ্কোচ [ asańkōca, asańkōca ] বিণ. সংকোচহীন (অসংকোচ স্বীকারোক্তি)। [সং. ন + সংকোচ]। অসংকোচে–ক্রি-বিণ. বিনা দ্বিধায়, অকুন্ঠভাবে (অসংকোচে স্বীকার করল)।

অসমর্থ

অসমর্থ [ asamartha ] বিণ. ১. অক্ষম (আমি এ কাজ করতে অসমর্থ); ২. দুর্বল, শক্তিহীন (তিনি বৃদ্ধ এবং অসমর্থ); ৩. অদক্ষ, অপটু (অসমর্থ হাতের কাজ)। [সং. ন + সমর্থ]। বি. অসমর্থতা। স্ত্রী. অসমর্থা।

অসময়

অসময় [ asamaỷa ] বি. ১. অনুপযুক্ত সময় (বিবাহের পক্ষে অসময়); ২. অপ্রকৃত সময়, অকাল (অসময়ের ফল, অসময়ের বৃষ্টি); ৩. দুঃসময় (দেশের এখন বড় অসময়, তার এখন বড় অসময় চলছে); ৪. যথাসময়ের বা উপযুক্ত কালের আগে বা পরে (অসময়ের সন্তান)। [সং. ন + সময়]। ক্রি-বিণ. অসময়ে।

অসংকুচিত

অসংকুচিত, অসঙ্কুচিত [ asańkucita, asańkucita ] বিণ. ১. সংকোচ বা কুণ্ঠা নেই এমন, অকুণ্ঠিত (অসংকুচিত স্বীকৃতি); ২. সংকীর্ণ নয় এমন, প্রশস্ত।  [সং. ন + সংকুচিত]। অসঙ্কুচিত–অসংকুচিত দ্রঃ।

অসংকীর্ণ

অসংকীর্ণ [ asańkīrņa ] বিণ. সংকীর্ণ নয় এমন; প্রশস্ত, উদার। [সং. ন + সংকীর্ণ]।