অ অসমাপ্ত অসমাপ্ত [ asamāpta ] বিণ. শেষ হয়নি বা শেষ করা হয়নি এমন, অসম্পূর্ণ; অনিষ্পন্ন। [সং. ন + সমাপ্ত]। বি. অসমাপ্তি।
অ অসংযত অসংযত [ asaṃyata ] বিণ. অনিয়ন্ত্রিত, সংযমহীন; উদ্দাম; বন্ধন বা নিয়ম মানে না এমন; উচ্ছৃঙ্খল (অসংযত আচরণ)। [সং. ন + সংযত]।
অ অসমাপিকা অসমাপিকা [ asamāpikā ] বিণ. (স্ত্রী.) যে শেষ বা সম্পূর্ণ করে না। [সং. ন + সমাপিকা]। অসমাপিকা ক্রিয়া–(ব্যাক.) যে ক্রিয়া বাক্যের সমাপ্তি ঘটাতে পারে না, এবং বাক্যের সমাপ্তির জন্য অন্য ক্রিয়ার আশ্রয় নেয়-যথা করতে, গিয়ে।
অ অসংবৃত অসংবৃত [ asambŗta ] বিণ. ১. আঢাকা, অনাচ্ছাদিত; আবরণহীন; ২. শরীরের বসন বা কাপড়চোপড় শ্লথ হয়ে পড়েছে এমন। [সং. ন + সংবৃত]। স্ত্রী. অসংবৃতা।
অ অসমাপন অসমাপন [ asamāpana ] বি. সমাপ্তির অভাব, শেষ না-হওয়া। [সং. ন + সমাপন]। অসমাপিত–বিণ. শেষ করা হয়নি এমন; সম্পন্ন করা হয়নি এমন।
অ অসংগতি অসংগতি, অসঙ্গতি–বি. যুক্তি বা সম্বন্ধের অভাব; অসংলগ্নতা (কথার মধ্যে অসংগতি); (প্রধানত আর্থিক) অভাব, অসচ্ছলতা।
অ অসমান অসমান [ asamāna ] বিণ. ১. সমান বা একরকম নয় এমন; ২. অসমতল (অসমান পথ); ৩. বাঁকা, বক্র (লাইনটা অসমান হল)। [সং. ন + সমান]।