অ অসমীক্ষা অসমীক্ষা, অসমীক্ষণ [ asamīkşā, asamīkşaņa ] বি. সমীক্ষার বা সম্পূর্ণভাবে বিচারবিবেচনার অভাব। [সং. ন + সমীক্ষা]। অসমীক্ষিত–বিণ. সমীক্ষা করা বা সম্পূর্ণভাবে বিচারবিবেচনা করা হয়নি এমন; অপরীক্ষিত; বিশ্লেষণ করা হয়নি এমন।
অ অসংলগ্ন অসংলগ্ন [ asaṃlagna ] বিণ. ১. পরস্পরসম্বন্ধহীন (অসংলগ্ন কথাবর্তা); ২. অসম্বদ্ধ; ৩. অবান্তর (অসংলগ্ন বিষয়ের অবতারণা)। [সং. ন + সংলগ্ন]।
অ অসমীকরণ অসমীকরণ [ asamī-karaņa ] বি. (গণি.) সমীকরণ বা সদৃশীকরণের অভাব, inequation. [সং. ন + সমীকরণ]।
অ অসংযম অসংযম [ asaṃyama ] বি. সংযমের অভাব; উচ্ছৃঙ্খলতা; উদ্দমতা; নিয়ন্ত্রণের অভাব। [সং. ন + সংযম]। অসংযমী (-মিন্)–বিণ. অসংযত, উচ্ছৃঙ্খল, অমিতাচারী।
অ অসমিয়া অসমিয়া, (বর্জি.) অসমীয়া [ asamiỷā, (barji.) asamīỷā ] বি. অসম বা আসামের ভাষা বা অধিবাসী। বিণ. ১. অসম বা আসামসম্বন্ধীয়; ২. অসমে বা আসামে জাত বা উত্পন্ন। [অ. অহম + বাং. ইয় + আ]।