অসম্পৃক্ত

অসম্পৃক্ত [ asampŗkta ] বিণ. সম্পর্কহীন; যোগাযোগা বা সংযোগ নেই এমন, অসম্পর্কিত; সম্বন্ধহীন। [সং. ন + সম্পৃক্ত]।

অসক্ত

অসক্ত [ asakta ] বিণ. ১. আসক্তিহীন, অনুরাগ বা প্রীতি নেই এমন; ২. ফলের আকাঙ্ক্ষা নেই এমন; নির্লিপ্ত। [সং. ন + √ সন্জ্ + ত]।

অসকৃত্

অসকৃত্ [ asakŗt ] অব্য বারবার, পুনঃপুনঃ; বহুবার। [সং. ন + সকৃত্]।    

অসম্পূর্ণ

অসম্পূর্ণ [ asampūrņa ] বিণ. সম্পূর্ণ বা পূর্ণ নয় বা হয়নি এমন, অপূর্ণ; অসমাপ্ত। [সং. ন + সম্পূর্ণ]। বি. অসম্পূর্ণতা।

অসংহত

অসংহত [ asaṃhata ] বিণ. সংলগ্ন বা সম্বদ্ধ নয় এমন; মিলিত নয় এমন; বিক্ষিপ্ত। [সং. ন + সংহত]।

অসম্পাদিত

অসম্পাদিত–বিণ. করা হয়নি এমন, সম্পন্ন বা নিষ্পন্ন হয়নি এমন (অসম্পাদিত কাজ)। বি. অসম্পাদন।

অসংস্হান

অসংস্হান [ asaṃshāna ] বি. সংস্হান না থাকা, অপ্রতুল, অভাব; অসদ্ভাব। [সং. ন + সংস্হান]।

অসম্পাদন

অসম্পাদন [ asampādana ] বি. (কোনো কাজ) না করা; অক্রিয়া, কাজের অভাব। [সং. ন + সম্পাদন]। অসম্পাদিত–বিণ. করা হয়নি এমন, সম্পন্ন বা নিষ্পন্ন হয়নি এমন (অসম্পাদিত কাজ)।

অসংস্কৃত

অসংস্কৃত [ asaṃskŗta ] বিণ. ১. অশোধিত, অমার্জিত, অপরিমার্জিত; ২. অবিন্যস্ত (অসংস্কৃত কেশপাশ); ৩. চূড়াকরণ কর্ণবেধ ইত্যাদি শাস্ত্রীয় সংস্কার হয়নি এমন; ৪.সংস্কৃত ভাষা থেকে ভিন্ন। [সং. ন + সংস্কৃত]। অসংস্কৃত বাক্য–বি. সংস্কৃত ছাড়া অন্য ভাষায় উক্ত বাক্য; অমার্জিত কথা।