অসম্ভূত

অসম্ভূত–বিণ. ১. ঘটেনি এমন; ২. জন্ম হয়নি এমন, জন্মায়নি এমন।

অসচ্চরিত্র

অসচ্চরিত্র [ asaccaritra ] বিণ. চরিত্র ভালো নয় এমন; অসাধু; মন্দ স্বভাববিশিষ্ট। [সং. ন + সচ্চরিত্র]। স্ত্রী. অসচ্চরিত্রা। অসচ্চরিত্রতা–বি. চরিত্রের দোষ, মন্দ স্বভাব।

অসম্বাধ

অসম্বাধ [ asambādha ] বিণ. ১. বাধাহীন, অবাধ; ২. সংঘর্ষহীন; ৩. অপ্রতিরোধ্য, বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + সম্বাধা]।

অসচ্চরিত্রতা

অসচ্চরিত্রতা–বি. চরিত্রের দোষ, মন্দ স্বভাব। বিণ. অসচ্চরিত্র।

অসম্বন্ধ

অসম্বন্ধ [ asambandha ] বিণ. সম্বন্ধহীন; অনাত্মীয়, সম্পর্কহীন; অসম্বদ্ধ, অসংলগ্ন; অবান্তর, অর্থহীন। [সং. ন + সম্বন্ধ]।

অসম্বদ্ধ

অসম্বদ্ধ [ asambaddha ] বিণ. অসংলগ্ন, পরস্পর মিল নেই বা আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্ক বা সংগতি নেই এমন; এলোমেলো; অর্থহীন (অসম্বদ্ধ উক্তি, অসম্বদ্ধ প্রলাপ)। [সং. ন + সম্বদ্ধ]। বি. অসম্বদ্ধতা।

অসঙ্গ

অসঙ্গ [ asańga ] বিণ. নিঃসঙ্গ, সঙ্গী নেই এমন। বি. স্ত্রীপুত্র ও বিষয়াদি ত্যাগরূপ বৈরাগ্য, অনাসক্তি; পরব্রহ্ম। [সং. ন + সঙ্গ]।

অসখ্য

অসখ্য [ asakhya ] বি. সখ্য বা প্রীতির অভাব, বন্ধুতার অভাব। [সং. ন + সখ্য]।