অসম্মতি

অসম্মতি–বি. সম্মতি বা অনুমোদনের অভাব, অমত, রাজি না হওয়া (তাঁর অসম্মতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন); অনিচ্ছা; অস্বীকৃতি। বিণ. অসম্মত।

অসতী

অসতী [ asatī ] বিণ. ব্যভিচারিণী, ভ্রষ্টা; সাধ্বী নয় এমন। বি. ভ্রষ্টা বা ব্যভিচারিণী নারী। [সং. ন + সতী]।

অসম্মত

অসম্মত [ asammata ] বিণ. গররাজি, রাজি নয় এমন (এই প্রস্তাবে তিনি অসম্মত হলেন); অনিচ্ছুক; অস্বীকৃত; অনুমোদন পাওয়া যায়নি এমন। [সং. ন + সম্মত]। অসম্মতি–বি. সম্মতি বা অনুমোদনের অভাব, অমত, রাজি না হওয়া (তাঁর অসম্মতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন); অনিচ্ছা; অস্বীকৃতি।

অসম্ভ্রান্ত

অসম্ভ্রান্ত–বিণ. মর্যাদাহীন, মানসম্মান নেই এমন; রুচিহীনতার পরিচায়ক। বি. অসম্ভ্রম।

অসর্তক

অসর্তক [ asartaka ] বিণ. অসাবধান। [সং. ন + সতর্ক]। বি. অসর্তকতা।  

অসম্ভ্রম

অসম্ভ্রম [ asambhrama ] বি. অমর্যাদা, অসম্মান; অনাদর। [সং. ন + সম্ভ্রম]। অসম্ভ্রান্ত–বিণ. মর্যাদাহীন, মানসম্মান নেই এমন; রুচিহীনতার পরিচায়ক।

অসততা

অসততা [ asatatā ] বি. সততা বা সাধুতার অভাব; অসত্ কাজ বা চিন্তা। [বাং. অ + সততা]।

অসম্ভব

অসম্ভব [ asambhaba ] বিণ. ১. ঘটে না বা ঘটেনো যায় না এমন; ২. অদ্ভুত, বিষ্ময়কর (এ কী অসম্ভব কথা)। বি. অস্বাভাবিক ঘটনা (অসম্ভবকে সম্ভব করা)। [সং. ন + সম্ভব]। অসম্ভাবনা–বি. সম্ভাবনার অভাব। অসম্ভাবনীয়, অসম্ভাব্য–বিণ. ঘটবার সম্ভাবনা নেই এমন। অসম্ভাবিত–বিণ. ঘটবে বলে ভাবা যায়নি এমন, অপ্রত্যাশিত, unexpected.  অসম্ভাব্যতা–বি. সম্ভাবনার অভাব, অসম্ভাবনা। অসম্ভূত–বিণ. ১. ঘটেনি এমন; ২. জন্ম হয়নি এমন, জন্মায়নি এমন।

অসত্তা

অসত্তা [ asattā ] বি. সত্তার অভাব, সত্তাহীনতা, অস্তিত্বহীনতা।