অ্যাভেনিয়ু

অ্যাভেনিয়ু, অ্যাভেনিউ [ abhēniỷu, abhēniu ] বি. ১. দুই পাশে ছায়াতরুশোভিত প্রশস্ত রাজপথ; ২. প্রশস্ত রাজপথ। [ইং. avenue]।

অ্যামপ্লিফায়ার

অ্যামপ্লিফায়ার [ amapli-phāỷāra ] বি. ধ্বনিকে উচ্চতর করে দূরতর স্হান থেকে শ্রবণযোগ্য করার যন্ত্র, (পরি.) পরিবর্ধক, বিবর্ধক। [ইং. amplifier]।

অ্যামেচার

অ্যামেচার [ amēcāra ] বি. বিণ. অপেশাদার (কর্মী. শিল্পী ইত্যাদি); অপটু, অদক্ষ, আনাড়ি। [ইং. ম্যাট্যার, ফ-আমাত্যর amateur]। আমেচারি–বিন. অপেশাদারি; অপটু আনাড়ি (আমেচারি ভঙ্গিতে কাজ করা আমি মোটেই পছন্দ করি না)।

আমেচারি

আমেচারি–বিন. অপেশাদারি; অপটু আনাড়ি (আমেচারি ভঙ্গিতে কাজ করা আমি মোটেই পছন্দ করি না)। বি. বিণ. অ্যামেচার।

অ্যারেস্ট

অ্যারেস্ট [ arēsţa ] বি. ক্রি. গ্রেপ্তার (করা); বন্দি বা আটক (করা)। [ইং arest]।

অ্যালাউয়্যান্স

অ্যালাউয়্যান্স [ alāuỷyānsa ] বি. ১. ভাতা, বিশেষ সুবিধা বা অধিকার; ২. স্বীকৃত বা অনুমোদিত বস্তু বা বক্তব্য। [ইং. allowance]।

অ্যালামাটি

অ্যালামাটি [ alā-māţi ] বি. হলুদ রঙের মাটিবিশেষ। [দেশি]।

অ্যালার্ম

অ্যালার্ম [ alārma ] বি. বিপদসংকেত। [ইং. alarm]। অ্যালার্মঘড়ি–বি. ঘুম ভাঙাবার জন্য শব্দ করে এমন ঘড়ি, alarm-clock.