অসহায়

অসহায় [ asahāỷa ] বিণ. সহায়হীন, সাহায্য করার কেউ নেই এমন; নিঃসঙ্গ, একক। [সং. ন + সহায়]। অসহায়তা–বি. সহায়হীনতা, সাহায্য করার কেউ নেই এমন অবস্হা; ভরসাহীন অবস্হা; নিঃসঙ্গতা।

অসহায়তা

অসহায়তা–বি. সহায়হীনতা, সাহায্য করার কেউ নেই এমন অবস্হা; ভরসাহীন অবস্হা; নিঃসঙ্গতা।

অসদৃশ

অসদৃশ [ asadŗśa ] বিণ. সদৃশ নয় এমন, এক প্রকারের নয় এমন, ভিন্নরকম; বিসদৃশ; বিরুদ্ধ। [সং. ন + সদৃশ]।

অসদুপদেশ

অসদুপদেশ [ asadupa-dēśa ] বি. মন্দ বা অসত্ পরামর্শ, কুপরামর্শ। [সং. অসত্ + উপদেশ]।

অসহযোগী

অসহযোগী (-গিন্)–বিণ. সহযোগ বা সহযোগিতা করে না এমন।

অসহযোগ

অসহযোগ, অসহযোগিতা [ asaha-yōga, asaha-yōgitā ] বি. ১. সহযোগ না করা; অন্যের কাজে সাহায্য না করা; ২. অনাদর; ৩. উপেক্ষা। [সং. ন + সহযোগ, সহযোগিতা]। অসহযোগ আন্দোলন–বি. রাজ্যশাসনের কাজে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয় জনগণের সহযোগিতা না করার জন্য গান্ধিজির নেতৃত্বে আন্দোলন, non-cooperation movement. অসহযোগী (-গিন্)–বিণ. সহযোগ বা সহযোগিতা করে না এমন।

অসদাচারী

অসদাচারী (-রিন্)–বিণ. কদাচারী, দুর্বৃত্ত, অন্যায় আচরণকারী।