অ অসাক্ষাত্ অসাক্ষাত্ [ asākşāt ] বি. সাক্ষাতের অভাব; দেখা না হওয়া। বিণ. অগোচর, দৃষ্টির বাইরে। [সং. ন + সাক্ষাত্]। অসাক্ষাতে–ক্রি-বিণ. অগোচরে, দৃষ্টির বাইরে; গোপনে।
অ অসাংবিধানিক অসাংবিধানিক [ asāmbidhānika ] বিণ. সংবিধানের বিধিবহির্ভূত, unconstitutional. [সং. ন + সাংবিধানিক]।
অ অসহিষ্ণু অসহিষ্ণু [ asahişņu ] বিণ. সহ্য করতে পারে না এমন, সহনশক্তিহীন; ধৈর্যহীন, অধীর (এত তাড়াতাড়ি অসহিষ্ণু হয়ে পড়লে চলবে না)। [সং. ন + সহিষ্ণু]। অসহিষ্ণুতা–বি. সহনশক্তির অভাব; অধীরতা।
অ অসন্তুষ্ট অসন্তুষ্ট [ asantuşţa ] বিণ. খুশি নয় এমন, প্রীত বা প্রসন্ন নয় এমন, অখুশী; অতৃপ্ত; বিরক্ত; ক্ষুব্ধ। [সং. ন + সন্তুষ্ট]। অসন্তুষ্টি, অসন্তোষ–বি. তৃপ্তির অভাব, অখুশি ভাব; বিরক্তি। অসন্তোষজনক–বিণ. অপ্রীতিজনক, অতৃপ্তিকর।