অস্তি
অস্তি [ asti ] ক্রি. আছে। বি. বিদ্যমানতা, স্হিতি, সত্তা, থাকা। [সং. √ অস্ + লট্ তি]। অস্তিত্ব–বি. বিদ্যমানতা, সত্তা, স্হিতি, থাকা (অস্তিত্ব বজায় রাখা, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস)। অস্তিনাস্তি–বি. থাকা বা না থাকা (ঈশ্বরের অস্তিনাস্তি নিয়ে আমি ভাবিত নই)। অস্ত্যর্থ–বি. আছে এই অর্থ, বিদ্যমানতার অর্থ। অস্ত্যর্থক–বিণ. অস্ত্যর্থবিশিষ্ট, আছে এই অর্থযুক্ত।