অসামান্যতা

অসামান্যতা–বি. অসাধারণত্ব; বিশিষ্টতা; অলৌকিকতা।

অস্ত্যর্থক

অস্ত্যর্থক [ astyarthaka ] বিণ. অস্ত্যর্থবিশিষ্ট, আছে এই অর্থযুক্ত।

অসামান্য

অসামান্য [ asāmānya ] বিণ. অসাধারণ, সাধারণত বা সচরাচর ঘটে না বা হয় না এমন; অলৌকিক। [সং. ন + সামান্য]। অসামান্যতা–বি. অসাধারণত্ব; বিশিষ্টতা; অলৌকিকতা।

অসামাজিক

অসামাজিক [ asāmājika ] বিণ. ১. সমাজের অন্তর্ভুক্ত নয় এমন, সমাজবহির্ভূত; ২. সমাজবিরোধী, সমাজের রীতিনীতির বিপরীত, anti-social (অসামাজিক ক্রিয়াকলাপ); ৩. অমিশুক, unsociable; ৪. অসভ্য; অভদ্র। [বাং. অ + সামাজিক]।

অস্ত্যর্থ

অস্ত্যর্থ [ astyarth ] বি. আছে এই অর্থ, বিদ্যমানতার অর্থ।

অস্তিনাস্তি

অস্তিনাস্তি–বি. থাকা বা না থাকা (ঈশ্বরের অস্তিনাস্তি নিয়ে আমি ভাবিত নই)।

অসামর্থ্য

অসামর্থ্য [ asāmarthya ] বি. সামর্থ্য বা ক্ষমতার অভাব; অক্ষমতা। [সং. ন + সামর্থ্য]।

অসামরিক

অসামরিক [ asāmarika ] বিণ. সমর বা যুদ্ধসম্পর্কিত নয় এমন, non-military, civil. [সং. ন + সামরিক]। অসামরিক বিমানবহর, অসামরিক বিমানচলন–বি. সাধারণ বিমানচলন, civil aviation.

অস্তিত্ব

অস্তিত্ব–বি. বিদ্যমানতা, সত্তা, স্হিতি, থাকা (অস্তিত্ব বজায় রাখা, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস)।

অস্তি

অস্তি [ asti ] ক্রি. আছে। বি. বিদ্যমানতা, স্হিতি, সত্তা, থাকা। [সং. √ অস্ + লট্ তি]। অস্তিত্ব–বি. বিদ্যমানতা, সত্তা, স্হিতি, থাকা (অস্তিত্ব বজায় রাখা, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস)। অস্তিনাস্তি–বি. থাকা বা না থাকা (ঈশ্বরের অস্তিনাস্তি নিয়ে আমি ভাবিত নই)। অস্ত্যর্থ–বি. আছে এই অর্থ, বিদ্যমানতার অর্থ। অস্ত্যর্থক–বিণ. অস্ত্যর্থবিশিষ্ট, আছে এই অর্থযুক্ত।