অসাম্য

অসাম্য [ asāmya ] বি. সাম্য বা সমতার অভাব; অসমতা; অমিল; একতার অভাব (অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম)। [সং. ন + সাম্য]।

অস্ত্রক্ষত

অস্ত্রক্ষত–বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত।

অস্ত্যান

অস্ত্যান [ astyāna ] বি. নিন্দা; তিরস্কার। [সং. অ + √ স্তৈ + অন]।

অসাম্প্রদায়িক

অসাম্প্রদায়িক [ asāmpradāỷika ] বিণ. ১. বিশেষ কোনো দল বা (ধর্মীয়) সম্প্রদায় সম্পর্কে নিরপেক্ষ, বিশেষ কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাত নেই এমন; উদার, দলনিরপেক্ষ;  ২. বিশেষ কোনো দল বা সম্প্রদায়ের জন্য নয় এমন। [বাং. অ + সং. সাম্প্রদায়িক]। বি. অসাম্প্রদায়িকতা।

অস্তোন্মুখ

অস্তোন্মুখ [ astōnmukha ] বিণ. অস্তে যাচ্ছে এমন। [সং. অস্ত + উন্মুখ]।

অস্তোদয়

অস্তোদয় [ astōdaỷa ] বি. ১. সূর্যের অস্ত ও উদয়; ২. সূর্যের অস্তগমন থেকে পুনরায় উদয় পর্যন্ত সময় (‘উদয়াস্ত অস্তোদয় করিল বিস্তার’: ভা. চ.)। [সং. অস্ত + উদয়]।

অসামাল

অসামাল [ asāmāla ] বিণ. সামলাতে পারে না এমন, বেসামাল; অসর্তক; এলোমেলো, শিথিল স্বভাববিশিষ্ট; অসংযত (কাপড়চোপড় অসামাল হওয়া)। [বাং. অ + হি. সম্ভাল > সামাল]।

অস্তু

অস্তু [ astu ] ক্রি. হোক (তথাস্তু, শুভমস্তু)। [সং. √ অস্ + লোট্ তু]।