অস্ত্রশস্ত্র

অস্ত্রশস্ত্র–বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)।

অসিলতা

অসিলতা–বি. তরবারির ফলক; তরবারি।

অস্ত্রবৃষ্টি

অস্ত্রবৃষ্টি–বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া।

অসিপত্র

অসিপত্র–বি. ১. (অসির মতো পাতা বলে) আখ গাছ; ২. তরবারির খাপ।

অসিধারাব্রত

অসিধারাব্রত–বি. কঠিন ব্রতবিশেষ; যে ব্রতে একই শয্যায় শায়িতা রমণীকেও উপভোগ করা নিষেধ।

অস্ত্রবিদ

অস্ত্রবিদ  (-বিদ্), অস্ত্রবিত্–বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন।

অসিধারা

অসিধারা–বি. খড়্গ বা তরোয়ালের তীক্ষ্ণ অগ্রভাগ; তরোয়ালের ধার।