অস্ত্রোপচার
অস্ত্রোপচার [ astrōpa-cāra ] বি. রোগীর দেহে অস্ত্রপ্রয়োগের দ্বারা চিকিত্সা, শল্যচিকিত্সা, সার্জারি, operation. [সং. অস্ত্র + উপচার]।
অসিত
অসিত [ asita ] বি. কৃষ্ণবর্ণ, কালো রং। বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো রঙের; শ্যামল। [সং. ন + সিত]। স্ত্রী. অসিতা। অসিতনয়ন–বিণ. কালো চোখবিশিষ্ট। স্ত্রী. অসিতনয়না। অসিতাঙ্গ–বিণ. কৃষ্ণাঙ্গ, কৃষ্ণবর্ণ দেহবিশিষ্ট, শ্যামাঙ্গ। স্ত্রী. অসিতাঙ্গী। অসিতাপাঙ্গ–বিণ. কৃষ্ণবর্ণ নেত্রপ্রান্তবিশিষ্ট; চোখ বা চোখের প্রান্ত কালো এমন। স্ত্রী. অসিতাপাঙ্গী।
অসিতাপাঙ্গ
অসিতাপাঙ্গ–বিণ. কৃষ্ণবর্ণ নেত্রপ্রান্তবিশিষ্ট; চোখ বা চোখের প্রান্ত কালো এমন। স্ত্রী. অসিতাপাঙ্গী।
অস্ত্র
অস্ত্র [ astra ] বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা–ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। অস্ত্রক্ষত–বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। অস্ত্রগুরু–বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। অস্ত্রচিকিত্সক–বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. অস্ত্রচিকিত্সা–বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। অস্ত্রজীবি (-বিন্)–বি. সৈনিক। অস্ত্রত্যাগ–বি. ১. প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; ২. আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। অস্ত্রধারণ–বি. অস্ত্রগ্রহণ। অস্ত্রধারী (-রিন্)–বিণ. সশস্ত্র (অস্ত্রধারী...