অসুখ

অসুখ [ asukha ] বি. ১. সুখের অভাব; অশান্তি; ২. রোগ, ব্যাধি, পীড়া, অসুস্হতা। [সং. ন + সুখ]। অসুখকর, অসুখদায়ক, অসুখাবহ–বিণ. অশান্তিজনক। অসুখবিসুখ–বি. রোগ-বালাই, রোগ-জ্বালা ইত্যাদি। অসুখী–বিণ. সুখ নেই এমন, দুঃখিত।

অসু

অসু [ asu ] বি. প্রাণ, প্রাণবায়ু; জীবন (দীর্ঘ অসুস্হতার পর তিনি গতাসু হলেন)। [সং. √ অস্ + উ]।

অস্হায়ী

অস্হায়ী [ ashāỷī ] (-য়িন্)–বিণ. স্হায়ী নয় এমন, চিরকাল থাকে না এমন; অল্পকাল থাকে এমন, temporary; পাকা নয় এমন (অস্হায়ী চাকরি)। [সং. ন + স্হায়িন্]। বি. অস্হায়িতা, অস্হায়িত্ব।

অস্হাবর

অস্হাবর [ ashābara ] বিণ. এক স্হান থেকে অন্য স্হানে সরানো যায় এমন; স্হানান্তরযোগ্য; অস্হিতিশীল; জঙ্গম, movable. [সং. ন + স্হাবর]। অস্হাবর সম্পত্তি–বি. যে সম্পত্তি স্হানান্তর করা যায়, movable property যেমন টাকাপয়সা, গয়না ইত্যাদি।

অসীমা

অসীমা–অসীম-এর স্ত্রীলিঙ্গ।

অসীম

অসীম [ asīma ] বিণ. সীমাহীন; অনন্ত, অশেষ (‘অসীম ধন তো আছে তোমার’: রবীন্দ্র); প্রচুর। বি. বিশ্বচরাচরব্যাপী সত্তা (‘তোমা মাঝে অসীমের চিরবিস্ময়’: রবীন্দ্র)।  [সং. ন + সীমা]। স্ত্রী. অসীমা।

অস্হানিকমূল

অস্হানিকমূল–বি. যে মূল অন্য স্হান থেকে বেরোয়, adventitious root (বি. প.)। বিণ. অস্হানিক।

অস্হানিক

অস্হানিক [ ashānika ] বিণ. স্হানীয় নয় এমন; বহিরাগত, adventitious (বি. প.)। [বাং. অ + স্হানিক]। অস্হানিকমূল–বি. যে মূল অন্য স্হান থেকে বেরোয়, adventitious root (বি. প.)।

অসিদ্ধি

অসিদ্ধি–বি. অসাফল্য, ব্যর্থতা; অনিষ্পন্ন অবস্হা। বিণ. অসিদ্ধ।

অসিদ্ধ

অসিদ্ধ [ asiddha ] বিণ. ১. যুক্তিতর্কের দ্বারা সমর্থিত নয় এমন (অসিদ্ধ মত); ২. ব্যাকরণদুষ্ট; ৩. সিদ্ধ বা রান্না হয়নি এমন, কাঁচা; আংশিক সিদ্ধ; ৪. অসম্পূর্ণ, ব্যর্থ।  [সং. ন + সিদ্ধ]। অসিদ্ধি–বি. অসাফল্য, ব্যর্থতা; অনিষ্পন্ন অবস্হা।