অসুরী

অসুরী–অসুর-এর স্ত্রীলিঙ্গ।

অসুর

অসুর [ asura ] বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর > অহূর = দেবতা)। [সং. ন + সুর]।  আসুর, আসুরিক–বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী।

অস্হিবিজ্ঞান

অস্হিবিজ্ঞান [ ashibijñāna ], অস্হিবিদ্যা–বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology.

অসুবিধাজনক

অসুবিধাজনক–বিণ. বাধা আছে এমন, বিঘ্নজনক; অস্বচ্ছন্দ। বি. অসুবিধা।

অস্হিপঞ্জরসার

অস্হিপঞ্জরসার–বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ।

অসুবিধা

অসুবিধা [ asubidhā ] বি. বাধা, বাধাবিঘ্ন; অস্বস্তি, স্বাচ্ছন্দ্যের অভাব। [বাং. অ + সুবিধা]। অসুবিধাজনক–বিণ. বাধা আছে এমন, বিঘ্নজনক; অস্বচ্ছন্দ।

অসুন্দর

অসুন্দর [ asundara ] বিণ. সুন্দর নয় এমন, কুত্সিত, কুরূপ, দেখতে ভালো নয় এমন; অশোভন; শালীনতাবর্জিত। [সং. ন + সুন্দর]।

অস্হিপঞ্জর

অস্হিপঞ্জর [ ashipañjara ] বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton.

অস্হিদান

অস্হিদান–বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ।