অসূয়া

অসূয়া [ asūỷā ] বি. (পরের) গুণে দোষারোপ; (পরের) গুণ অস্বীকার; ঈর্ষা, বিদ্বেষ। [সং. √ অসূ (য আগম) + অ + স্ত্রী. আ]। অসূয়াপর, অসূয়াপরতন্ত্র, অসূয়াপরবশ–বিণ. অসূয়াযুক্ত, ঈর্ষান্বিত।

অসূয়ক

অসূয়ক [ asūỷaka ] বিণ. অন্যের গুণকে ঈর্ষা করে বা অস্বীকার করে এমন, বিদ্বেষী; নিন্দুক।  বি. স্বভাবতই সবকিছুর প্রতি বিদ্বেষযুক্ত বা অসূয়াপরবশ ব্যক্তি, cynic (বি. প.)। [সং. অসূয় + অক]।

অসুক্ষ্মদর্শী

অসুক্ষ্মদর্শী (-র্শিন্)–বিণ. সুক্ষ্মদর্শী নয় এমন, সবকিছু তলিয়ে দেখতে পারে না এমন। বি. অসুক্ষ্ম।

অসুক্ষ্ম

অসুক্ষ্ম [ asukşma ] বিণ. সুক্ষ্ম নয় এমন; স্হূল। [সং. ন + সুক্ষ্ম]। অসুক্ষ্মদর্শী (-র্শিন্)–বিণ. সুক্ষ্মদর্শী নয় এমন, সবকিছু তলিয়ে দেখতে পারে না এমন।

অস্হিতপঞ্চ

অস্হিতপঞ্চ, অস্হিতপঞ্চক, অস্হিতপঞ্চম, অস্হিরপঞ্চক, অস্হিরপঞ্চম [ ashita-pañca, ashita-pañcaka, ashita-pañcama, ashira-pañcaka, ashira-pañcama ] বি. ১. সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; ২. জটিল সমস্যা; ৩. কিংকর্তব্যবিমূঢ অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]।

অস্হিতি

অস্হিতি [ ashiti ] বি. গতি; সচলতা; স্হিতির অভাব। বি. অস্হিত।