অসৌষ্ঠব

অসৌষ্ঠব [ asauşţhaba ] বি. পারিপাট্যের অভাব, গঠনগত সৌন্দর্যের অভাব; শ্রীহীনতা; অগোছালো ভাব। [সং. ন + সৌষ্ঠব]।

অস্নান

অস্নান [ asnāna ] বি. স্নানের অভাব, স্নান না করা। [সং. ন + স্নান]।

অসৌজন্য

অসৌজন্য [ asaujanya ] বি. সৌজন্য বা ভদ্রতার অভাব, অভদ্রতা (তাঁর অসৌজন্যই তাঁর প্রতি আমাকে বিরূপ করেছে); শালীনতার অভাব। [সং. ন + সৌজন্য]।

অস্নাতক

অস্নাতক–বি. ১. যে ব্যক্তি বিধিমতো ব্রহ্মচর্য পালনের পর সমাবর্তকালে রীতি অনুযায়ী স্নান করেনি; ২. (বর্ত.) যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি লাভ করেনি।

অস্নাত

অস্নাত [ asnāta ] বিণ. স্নান করেনি এমন। [সং. ন + স্নাত]। অস্নাতক–বি. ১. যে ব্যক্তি বিধিমতো ব্রহ্মচর্য পালনের পর সমাবর্তকালে রীতি অনুযায়ী স্নান করেনি; ২. (বর্ত.) যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি লাভ করেনি।

অসৈরন

অসৈরন, অসৈলন [ asairana, asailana ] (আঞ্চ. গ্রা.) বি. অসহ্য ব্যাপার। [বাং. অ + সৈরন, সৈলন < সহন]।

অস্হৈর্য

অস্হৈর্য [ ashairya ] বি. অস্হিরতা, স্হৈর্য বা স্হিরতার অভাব। [সং. ন + স্হৈর্য]।

অসেবনীয়

অসেবনীয়–বিণ. সেবন করা উচিত নয় এমন; ভোগ করা বা পান করা বা খাদ্য, ওষুধ ইত্যাদি রূপে গ্রহণ করা উচিত নয় এমন। বি. অসেবন।

অস্হূল

অস্হূল [ ashūla ] বিণ. স্হূল নয় এমন; কৃশ; সূক্ষ্ম, তীক্ষ্ণ। [সং. ন + স্হূল]।