অ অস্খলন অস্খলন [ askhalana ] বি. স্খলন বা বিচ্যুতির অভাব; খুলে বা খসে না পড়া। [সং. ন + স্খলন]। অস্খলিত–বিণ. বিচ্যুত হয়নি বা খুলে যায়নি এমন (অস্খলিত বসন)।
অ অস্পন্দ অস্পন্দ [ aspanda ] বিণ. স্পন্দনহীন; অনড়, নড়ছে না এমন, স্তব্ধ (ধীরে ধীরে তার নাড়িও অস্পন্দ হয়ে এল)। [সং. ন + √ স্পন্দ + অ]। অস্পন্দন–বি. স্পন্দনের অভাব, স্তব্ধতা। অস্পন্দিত–বিণ. স্পন্দনহীন, স্তব্ধ।
অ অস্নেহ অস্নেহ [ asnēha ] বি. স্নেহের অভাব; প্রীতির অভাব; ভালোবাসার অভাব। বিণ. স্নেহপ্রীতি নেই এমন, স্নেহহীন। [সং. ন + স্নেহ]।
অ অসৌহার্দ অসৌহার্দ, অসৌহার্দ্য, অসৌহৃদ্য [ asauhārda, asauhārdya, asauhŗdya ] বি. বন্ধুত্বের অভাব; অসদ্ভাব; শত্রুতা। [সং. ন + সৌহার্দ, সৌহৃর্দ্য]।
অ অস্নিগ্ধ অস্নিগ্ধ [ asnigdha ] বি. ১. স্নিগ্ধ নয় এমন; ২. কোমল নয় এমন; ৩. শুকনো; ৪. কর্কশ। [সং. ন + স্নিগ্ধ]। বি. অস্নিগ্ধতা।