অস্ফুট
অস্ফুট [ asphuţa ] বিণ. ১. ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); ২. অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); ৩. অস্পষ্ট (‘কোলাহলের অস্ফুট ধ্বনি’: রবীন্দ্র)। [সং. ন + √ স্ফুট + অ]। অস্ফুটবাক, অস্ফুটবাক্–বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন। অস্ফুটে–ক্রি-বিণ. অস্পষ্টভাবে (‘অস্ফুটে বারংবার কহিতে লাগিল’: শরত্)।