অস্বীকার
অস্বীকার [ asbīkāra ] বি. ১. না মানা (দোষ অস্বীকার); ২. অপলাপ, denial (ঋণ অস্বীকার); ৩. অসম্মতি বা অমত প্রকাশ (সেখানে যেতে অস্বীকার করল); ৪. প্রত্যাখ্যান (এতকালের বন্ধুত্ব সে অস্বীকার করল)। [সং. ন + স্বীকার]। অস্বীকৃত–বিণ. অস্বীকার করা হয়েছে এমন; স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছে এমন। বি. অস্বীকৃতি। অস্বীকার্য–বিণ. স্বীকারের অযোগ্য।
অস্বীকার
অস্বীকার [ asbīkāra ] বি. ১. না মানা (দোষ অস্বীকার); ২. অপলাপ, denial (ঋণ অস্বীকার); ৩. অসম্মতি বা অমত প্রকাশ (সেখানে যেতে অস্বীকার করল); ৪. প্রত্যাখ্যান (এতকালের বন্ধুত্ব সে অস্বীকার করল)। [সং. ন + স্বীকার]। অস্বীকৃত–বিণ. অস্বীকার করা হয়েছে এমন; স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছে এমন। বি. অস্বীকৃতি। অস্বীকার্য–বিণ. স্বীকারের অযোগ্য।
অস্বাস্হ্য
অস্বাস্হ্য [ asbāshya ] বি. স্বাস্হ্যহীনতা; অসুস্হতা; রোগ, পীড়া। [সং. ন + স্বাস্হ্য]। অস্বাস্হ্যকর–বিণ. স্বাস্হ্যের পক্ষে ক্ষতিকর।
অস্বাভাবিক
অস্বাভাবিক [ asbābhābika ] বিণ. ১. স্বাভাবিক নয় এমন; সাধারণভাবে বা সচারচর ঘটে না এমন; ২. অলৌকিক; ৩. স্বভাব বা প্রকৃতির বিরোধী। [সং. ন + স্বাভাবিক]। বি. অস্বাভাবিকত্ব, অস্বাভাবিকতা।