অহং

অহং, অহম্ [ ahaṃ, aham ] সর্ব. আমি। বি. অব্য. আমিত্ব, আমিত্বভাব, আমিত্ববোধ; অহংকার; আমিত্বের সত্তা, ego (বি. প.)।

অস্মৃত

অস্মৃত–বিণ. ভুলে যাওয়া হয়েছে এমন, মনে নেই এমন, বিস্মৃত।

অস্মিতা

অস্মিতা [ asmitā ] বি. ১. অহংকার; নিজের সম্পর্কে গর্ব (‘এ-কখানা জীর্ণ কাঠে অস্মিতার দাবি অসম্বভ’: সু. দ.); ২. আমিত্ব; ৩. ব্যক্তিত্ব, personality (বি.প.)। [সং. অস্মি (=আমি) + তা]।

অস্মার

অস্মার [ asmāra ] বি. বিস্মৃতি, ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ, amnesia (বি. প.)। [সং. ন + √ স্মৃ + অ]।

অস্মরণ

অস্মরণ [ asmaraņa ] বি. স্মরণ বা স্মৃতির অভাব; বিস্মৃতি, বিস্মরণ, ভুলে যাওয়া। [সং. ন + স্মরণ]

অস্মদ্দেশীয়

অস্মদ্দেশীয় [ asmaddēśīỷa ] বিণ. আমাদের দেশের (অস্মদ্দেশীয় সাহিত্য)। [সং. অস্মদ্ + দেশীয়]।

অস্মদীয়

অস্মদীয় [ asmadīỷa ] (বর্ত. অপ্র) বিণ. আমাদের; আমাদের সম্বন্ধীয় (অস্মদীয় যুগের)। [সং. অস্মদ্ + ঈয়]।

অস্মদাদি

অস্মদাদি [ asmadādi ] (বর্ত. বিরল) সর্ব. আমরা সবাই; আমি এবং আমার মতো অন্য সবাই। [সং. অস্মদ্ + আদি]

অস্বেচ্ছাকৃত

অস্বেচ্ছাকৃত [ asbēcchā-kŗta ] বিণ. স্বেচ্ছায় করা হয়নি এমন; ইচ্ছাকৃত নয় এমন; নিজের ইচ্ছায় করা হয়নি এমন। [সং. ন + স্বেচ্ছাকৃত]।