অহি

অহি [ ahi ] বি. সর্প, সাপ। [সং. ন + √ হা + ই]। অহিনকুল সম্পর্ক–বি. সাপ আর বেজির চিরশত্রুতার সম্পর্ক; (আল.) প্রবল শত্রুতা।

অহহ

অহহ [ ahaha ] (বিরল) অব্য. হায় হায়। [সং. অহম্ + √ হা + ক্কিপ্]।

অহল্যা

অহল্যা১ [ ahalyā ] বি. ১. পুরাণোক্ত গৌতমমুনির পত্নী, রামচন্দ্রের চরণস্পর্শে যাঁর শাপমুক্তি ঘটেছিল; ২. মারাঠা রাজা মলহর রাও হোলকারের পুত্রবধূ, যিনি সুশিক্ষিতা, দানশীলা ও রাজ্য পরিচালনায় অসীম দক্ষতাসম্পন্না। [সং. ন + হল্যা (=বিরূপা)]। অহল্যা২ [ ahalyā ] বিণ. ১. হল বা লাঙল চালনার অযোগ্য, কর্ষণের বা চাষের অযোগ্য; ২. হল বা লাঙল দিয়ে কর্ষণ বা চাষ করা হয়নি এমন (পার্বত্য অঞ্চলের অহল্যা ভুমি)।  [সং. ন + হল্য (=হলকর্ষণযোগ্য) + আ (স্ত্রী.)]।

অহর্নিশি

অহর্নিশি–ক্রি-বিণ. (অশু. কিন্তু প্রচলিত) দিনরাত, নিশিদিন; সতত, প্রতিনিয়ত।

অহর্নিশ

অহর্নিশ [ aharniśa ] ক্রি-বিণ. দিনরাত; সতত, প্রতিনিয়ত। [সং. অহন্ (অহঃ) + নিশা]। অহর্নিশি–ক্রি-বিণ. (অশু. কিন্তু প্রচলিত) দিনরাত, নিশিদিন; সতত, প্রতিনিয়ত।

অহম্পূর্বিকা

অহম্পূর্বিকা [ ahampūrbikā ] বি. ‘আমিই সবার আগে বা সবার চেয়ে অগ্রসর’ এই মনোভাব। [সং. অহম্ + পূর্ব + ইক + আ (স্ত্রী.)]।

অহমিকা

অহমিকা [ ahamikā ] বি. অহংকার, গর্ব, দম্ভ; আমিত্ব, egoism, egotism. [সং. অহম্ + ইক + আ (স্ত্রী.)]।

অহমাল

অহমাল [ aha-māla ] বি. (আদালতি ভাষায়) মালপত্র। [আ. হমল]।

অহংকৃত

অহংকৃত–বিণ. গর্বিত, দম্ভ করে এমন; দাম্ভিক।